স্বা  ধী  ন  তা (15-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
মনন শক্তি অতিক্রম করে যায় কঠিন গেরো,
বাধা পায় ব্যবহারিক আদান প্রদানে।


চেতনা বিচরণ করে মহাকাশে,
যত হাঁটাচলা মাটির উপরে।


বেঁধে রেখেছে পা,
নাগরিক সীমা বা স্পর্ধিত তর্জনী।


তবু বিকিরণ করে আলো,
কোনও আলো ভেদ করে অভেদ্য কাঠামো
  
কম্পাঙ্ক মিলে যায়,
অনুনাদে আতঙ্কিত কঠোর শাসন।


কোনও আলো অবাধ আকাশে
গতিহীন,পথভ্রষ্ট।
নতুন পথের দিশা আজও পায়না।
সেই আলো আলো নয় দিকভ্রষ্ট আলো।