স্বপ্ন ভঙ্গের ইতিবৃত্ত(09-03-2019)
রণজিৎ মাইতি
-------------
স্বপ্নের রঙিন ফানুস চুপসে গেলেই---
বাস্তবের মাটিতে রাখি এই শ্রীচরণ
চাগাড় দিয়ে ওঠে ব্যথা;হৃদয় যন্ত্রণা
বাসি ও পচা ফুলের গন্ধে নাক চাপা দিই
এবারই কি শুরু হবে কাঙ্ক্ষিত সেই  অধিবাস,কর্মযজ্ঞ?
আজও প্রতিশ্রুতির রংমশাল ফুলকি ছড়ায়
ভোটপাখি পুনঃ পুনঃ ফিরে আসে মরসুমি সাজে
আশার ছলনে ভুলি;হাততালি দিই


উফঃ কি যে জ্বালা ! ব্যথীর ব্যথা বোঝে সেই
কর্মনাশা কর্মযজ্ঞে যার চিত্ত পুড়ে পুড়ে আজ বিত্তবান