স্বপ্ন বুনে যাই (29-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
হয়তো আমি হেঁটে যাচ্ছি দক্ষিণে
তুমি সম্পূর্ণ উল্টো দিকে ছুটে যাচ্ছো
এভাবেই কেউ পূবে,কেউ পশ্চিমে


সবাই স্বকীয় পথ ও মত সতন্ত্র ভেবে
হাঁটছি নিজস্ব ছন্দে,আপন লক্ষ্যে
ভুলে গেছি পৃথিবীর জ্যামিতিক শরীর
উর্দ্ধবাহু হয়ে আকাশের চাঁদ ধরার অদম্য বাসনা  
ছুটছি জোরে,আরও আরও আরও জোরে
মনের গভীরে গভীর প্রত্যয় ও অদম্য জেদ


পথের দুপাশে কোথাও জঙ্গল,নদী-নালা,
জঙ্গলে কি বাঘ নেই,নদীতে কুমির,হাঙ্গর  ?
আছে অসংখ্য নাম না জানা বুনো ফুল
ফুলের মাঝে শুয়ে আছে অজস্র অপূর্ণ সাধ


এই যে পরস্পর বিপরীত দিকে হেঁটে যাওয়া
আমরা কি সরে যাচ্ছি দূরে না আরও কাছে আসছি ?  
কী আশ্চর্য সুন্দর এই বৃত্তাকার পথ !!
পথে কোথাও দেখি পাহাড় পর্বত,অবিরত ঝরে নির্ঝর
নির্ঝরের স্বপ্নভঙ্গ কি কোথাও হয়না ?
ঘুম পায়,ঘনঘন হাই ওঠে,ডুবে যাই অলখঝোরায়


তবু দেখি,----
ধনী-গরিব,জ্ঞানী-মূর্খ সবার হাতে ধরা একমুঠো স্বপ্নের ফানুস
আজও হাঁক দেয় পথে ফেরিওয়ালার মতো