স্ব  প্ন  যা  প  ন (19-12-2017)
র ণ জি ৎ   মা ই তি
---------------------------
একটা নির্জন বেডরুম ছেড়েই দিয়েছি
স্বপ্নযাপন,বাঁচুক স্বাতন্ত্র নিয়ে স্বপ্নের ঘোরে
আছে এটাচড্ বাথরুম,চেয়ার,টেবিল
যেনো দিন কাটে খাওয়া,শোয়া আর সুখের ঘুমে


যেদিকে তাকাই দেখি কিছু ফুল ও ভুল
কেউ কি ছেড়ে দেয় একইঞ্চিও জমি ?
আপ্তবাক্য মিলে যায়
পাকা শস্য ডুবে যায় বানের জলে
এতো শ্রম মিথ্যা তো নয়
দেখি হাতে কড়া,মুখে বলিরেখা
তবু,---
সুখ নেই,সুখ নেই
দুঃখ,বেদনা ছাড়া আর কিছু নেই


হাজারো কামরা আছে আমার বাড়িতে
হাতে আছে,কানে চোখে মুখে
মগজে,হৃদয়ে আছে
প্রতিটি ঘরের আছে নিরপেক্ষ স্নায়ু,অগণন দাবী
বিচিত্র রঙ তার,বিচিত্র শোভা


যতোবার মুখোমুখি হই
অতীত বর্ণিত সব জীবনের গাথা
কিভাবে বাঁচবে বলো এতো এতো ঘর !
এ বুকে যন্ত্রণা বয়ে কতদিন বাঁচা যায় বলো ?


তাই--
একটা নির্জন বেডরুম ছেড়েই দিয়েছি
বুদবুদ হোক সুখ,হোকনা অলীক
তবু সমস্ত স্বাতন্ত্র নিয়ে---
নিজস্ব ঘরে আজও বেঁচেবর্তে থাক