স্বরলিপি  (08-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্বরলিপি কোথায় নেই বা কোলাহল ?
আকাশের বুক থেকে ভেসে আসে সা থেকে নি,বাতাস বাহক
রঙে,জলে,জলরঙে হয় একাকার  
আর রামধনু,কোথা তার সুখ ?
হাওয়া প্রবল হলে----
চিৎকার করি,আকুলিবিকুলি করি
শিকর,শিকর


অনুকূলে----
ছেঁড়া ছেঁড়া মেঘ ঘন হয়
আর পশ্চাৎ দেশ ?
বজ্র বজ্রকন্ঠে হাঁক ছাড়ে লগারিদুম মেনে
গম্ভীর সে সুর শুনি বিষাদঘন,
তবু গভীরতাময় বীররসে ভরা,আজও মেঘের আড়ালে থেকে মেঘনাদ---


গাছেরও হৃদয় দরাজ,সাজিয়ে রেখেছে পাতা,ফুল,ফলে
দেহে সুর,মনে সুর,মননে গভীর---
পারিপার্শ্বে গুনগুন মধুলোভী জীবে


তবু কেন কি জানি----
মনে হয়,আবহাওয়া আজ আর অনুকূলে নেই