স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ  (23-04-2017)
রণজিৎ মাইতি


অসহ গরম আজ,গোধূলীবেলায় দেখি
ঘূর্ণিঝড়ে নিরাপত্তাহীন পাখিদের নীড়।
সরকারি সাহায্য নেই,তবু তারা নির্বিকার।
আমি দূর থেকে দেখি,কাছে গিয়ে দেখি।
হরিনাম সংকীর্তনের আয়োজন সারা জন্মের আগেই।জন্ম ও মৃত্যু একাকার, বুঝে গেছি প্রতি পলে পলে।


কোনও অনুশোচনা কি আছে?
লকারের চাবি হারিয়ে গিয়েছে কোন কালে।
নিষ্ঠুর নিয়তি জানে অনুক্রম স্বাভাবিক,তবু
নেই অবশেষে সুবাসিত ঘ্রাণ,নান্দনিক রস।
ছলাকলা নয় কলাবিদ্যা শিখি।
ছলনা দুর্বলের হাতিয়ার জানি।
তাই আকাশে হাজারো রঙের থেকে
প্রেরণার শুদ্ধতম বর্ণমালা খুঁজি।