স্বরূপ (লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
অঙ্গার শত ধুলেও দিন শেষে সেই কালো
যতোই জ্ঞানের কথা শোনাও জল আজও জলো
তবুও জ্ঞানী নাছোড় জ্ঞানে
কয়লা থাকে নিজের স্থানে
গঙ্গার জল যায় বয়ে যায়,বলি যা আ মলো!