তাজমহল কথা (17-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
মমতাজকে ভালোবাসতে পারিনি,
মম শাহজাহানের প্রেয়সী হয়েই বাঁচুক।
ভালোবেসেছি তাজমহল।


না,তাজমহল ও নয়,--
বস্তু আকাঙ্ক্ষা জাগায়।
মানবী হলে দেহ,কাম।
কাম ছাড়া কি প্রেম টেকে ?


ভালোবেসেছি শুভ্রতা,ভাস্কর্য।
খাজুরাহো,কোনারক বা অজন্তা ইলোরায় দুর্লভ স্হাপত্য।


যেমন চাঁদ ভালোবাসি বা তারা,
পাখি বা পাখির গান,
অসীম জলধি বা তুষারধবল শৈলচূড়া,
ভালোবাসি শিশু বা ফুল।


তাজের শুভ্রতায় পাই শিশুর সারল্য,
ভাস্কর্যে গোধুলির রঙ,
স্হাপত্যে না বলা কথা।