তারা গুনি অসীম আকাশে (25-06-2017)
রণজিৎ মাইতি
--------------------


আকাশে অসংখ্য তারা--জেগে আছে রাতভর অসীম আকাশে--ভাসমান ভাস্বর


নিচে আমি জেগে আছি--অতি সাধারণ--তারা গুনি অবিরাম--নক্ষত্রের গায়ে আঁকা অজস্র স্বপ্ন--জানি তা কোন দিন হবেনা পূরণ


সুন্দরের সাধক যারা--ছুঁতে চায় আলো--চন্দ্রালোক ছুতে চায়--বামুন পারেনা ছুঁতে চাঁদ--এ অসম্ভব--বামুনও তা জানে


তবুও বিরাম নেই--ঘুম এড়িয়ে আমি--রাতভর তারা গুনে যাই