তরী ভেসে যায়  (12-01-2018)
রণজিৎ মাইতি
- ------------------
মগজে আকাশ আছে,হৃদয়ে পাথার
থৈ থৈ করে জল,জলতরঙ্গ তট উপচে যায়


আকাশে নানান রঙ ছড়িয়ে ছিটিয়ে
হাত দিয়ে ঘেঁটে দিই,মগজ বর্ণময়


আকাশে মেঘ আছে,ঘনমেঘ
জলভারে নুয়ে পড়ে,ঝেঁপে বৃষ্টি নামে
ডুবে যায় মাঠঘাট,হৃদয় সাগর


দেহ পালতোলা নৌকো এক,জানা নেই পথ
হাওয়া যখন যেদিকে বয় সেদিকেই তরী ভেসে যায়