তড়িৎ লেপন (01-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
আজও করে যাই তড়িৎ লেপন
দিই মনের উপর কবিতার প্রলেপ
প্রতিকূল পরিবেশ,
জলো হাওয়া,ঝড়ো হাওয়া,অক্সিজেন আছে
সম্ভাবনা আছে শতাংশে চূড়ান্ত,মরচে ধরার
তাই মনের উপরে করি তড়িৎ লেপন


কুঁড়িকে কি ফুল বলে ?
কুঁড়ি হলো ফুলের শৈশব
দেবে আগামীতে বীজ
নতুন নতুন চারা,পূর্ণাঙ্গ গাছ
তাই গাছে ফোটা ফুলকেই কবিতা বলি


তনু আছে কবিতার,তনুমন ?
আছে কিনা বলো রক্ত মাংস হাড় ?
তবে কেন যে জ্বালায় এতোই!
জ্বলি,পুড়ে মরি অন্তর দাহে,কেন ?
আছে সচেতন মাথা,মন ও মনন
আছে পেলব হাত,খুবই কোমল
কড়া নেই দেখে বুঝি
লড়াইয়ের ক্ষমতাও নেই
শুধু গন্ধ ছড়ায়,রাতে ফোটা সাদা ফুল
বেলি,জুঁই,হাসনুহানা,রজনীগন্ধার মতো
নীরবেই শুধু গন্ধ বিলায়
আর আছে নাক কান চোখ
মুখ আছে,দুজনে মুখোমুখি কথা বলে যাই


একদিন ঝরে যায় ফুল
বিবর্ণ হয়ে যায় দল
কবিতা কি মরে যায় ?
দাঁড়াতে কি পারে ধর্ষিতা মেয়েটির কাছে ?
পেরেছে কখনও মৃত্যু রুখে দিতে ?
হাজারো প্রশ্নের জানি একটাই উত্তর
তবু সব ভুলে ভালোবাসি কবিতা ও ফুল
ভালোবাসি সৌরভ সুরভী মাখা কোমল হাত
তাই মনের উপরে দেই কবিতার প্রলেপ