তারপর,তারপর ??----- (30-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
এতো ঘটা,এতো আয়োজন,সাজোসাজো রব,----
কত আশা,স্বপ্ন এই অবুঝ বুকে।
হয়তো নতুন কিছু হবে ,
কিছু না হলেও অশ্বডিম্ব কে আটকাতে পারে ?
মাতৃপক্ষে চোখ আটকে বাজির রোশনাইয়ে
উপরি সুবাস বেশবাসে,ঘেমো গন্ধ গেছে।
শেষে তর্জনীর কালি উবে যায় একদিন  ।
স্মৃতি আর কতো দিন !
একদিন বিস্মরণের পথে----- ,
যেটুকু জেগে থাকে মহাকাল সজাগ সক্রিয়।
যদি বলি,কেন ইতিহাস ?
কে না জানে,কখনও দক্ষ কারিগরের হাতে সেও বিকৃত ।
শুধু ইনাম একটু ভারী,
পর্দার আড়ালে চলে অশ্বথামা হত,ইতি গজ নির্মাণ।


সবে চারটে দিনের খেলা ,আলোকচ্ছটা।
দশমী বিজয়া,প্রতিমা ভাসানের পর------
তারপর, তারপর ??--------