তত্ত্ব ও বাস্তব (16-10-2019)
রণজিৎ মাইতি
-------------
অধুনা আলোর জন্যে গর্ব হয়না
ব্যতিক্রম শব্দটির জন্ম তো অই ঝিলিক থেকেই
যা আজও দুই মেরুর মাঝে ঘোরাফেরা  করে
স্বাধীনতার আগে কিংবা পরে


বিরুদ্ধ মতাবলম্বীদের জন্যে মহাভারতই প্রকৃষ্ট নজির
সেখানেও ওই লর্ড বিনায়ক
যদিও দিন শেষে সেই অশ্বত্থামা হত ইতি গজ


তখনও গর্বে কলম তরবারি ভেবে আহ্লাদিত হই
অথচ ঘুটঘুটে শব্দটি চরাচরে আজও  এতোটাই মূর্ত  
দাঁড় করিয়ে দেয় গভীর প্রশ্নের সামনে


হে কলমবাজ,বলো---
কেন তত্ত্ব ও বাস্তবে আসমান জমিন ফারাক ?