থই নেই(20-12-2019)
রণজিৎ মাইতি
--------------------
নাহ্,কোথাও সেভাবে থই পাইনি
ভাসতে ভাসতে বরং অথই - - -


গোলাপ মুখ ফিরিয়েছে সৌন্দর্যের অহঙ্কারে
একে একে গাছ পাথর মাটি জল
তাই চন্দন গাছটার কাছে যাওয়ার সাহস পাইনা


এমনকি মেহেন্দি গাছটার ফাঁকে ছোট্ট টুনটুনিটি,
ছানা নিয়ে সেও ফুরুৎ ।
অথচ 'পা' আজও কি গভীর প্রত্যয়ী !


শেষে ধর্মের কাছে আশ্রয় চেয়েছি
নাহ্,মানুষের কোনও ধর্ম নেই,মুখ ও মুখোশ একাকার।  
তার এক চোখে আগুন;অন্য চোখ বরফ শীতল
কখনও তরল ও কঠিনের মাঝে বায়ব শরীর  


থই নেই,থই নেই এই অথই সাগরে
শুধু ধোঁয়া ধোঁয়া,ধোঁয়াশাচ্ছন্ন সকাল গোধূলি !