ঠাকুর
রণজিৎ মাইতি
-------------
রবিকবি রবিকবি
ঠাকুর হলেন কবে?
রক্ত মাংস যার শরীরে
সে কি ঠাকুর হবে!
খড়ের উপর মাটি দিয়ে
গড়ি সরস্বতী;
রূপটি যেমন,স্বভাব তেমন
তেমনি গুণবতী।
কিন্তু দেবী স্থিরকল্প
কয়না কথা কোনো;
জড় যেমন,তেমনি দেবীর
বধির দু-কান যেনো।
ব্রহ্মা বিষ্ণু সব ঠাকুরই
বোবা এবং কালা;
নেইকো চলন,গমন রহিত
পেটেরও নেই জ্বালা।
কথায় পটু রবি কবির
সর্ষে পায়ের নিচে;
কেমন করে তাঁকে গড়ি
ঠাকুর গড়ার সাঁচে?
বাকপটু ও শব্দশ্রমিক
সবার প্রিয় রবি;
কাব্য লিখেই মাথার ঠাকুর
জোড়াসাঁকোর কবি।