তুমি কি দেখাবে সে পথ (31-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
ইতিহাসের পাতায় লিখতে চেয়েছি,----
দু-ফোঁটা অশ্রু
রক্ত                                                        
ঘাম                                                      
ও নুন
যদিও তুমি কথার জাদুতে তছনছ করে দাও অব্যক্ত ইশারা
ঝামা ইট ছোঁড়ার প্রশ্ন আসে না
রাস্তা খানাখন্দে ভরা  
গাড্ডার কি স্বপ্ন থাকে না,নাকি থাকতেই নেই ?
রচিত হোক নতুন অভিধা,নব বীরগাথা
উল্টোরথ চলে এই দেশে,নজির পুরীর মন্দির  


উফঃ! কি সস্তা জীবন
যদিও আলু পেঁয়াজের দামে বাজার আগুন
ডেমোক্রেসি তারচে সস্তা
বিচিত্র স্বভাব ,খায় না মাথায় দেয় কেউই জানে না
শুধু জানে আজও দু-টাকার চালের লাইনে তার স্বার্থকতা


বলো,কি ভাবে হবো এর চেয়েও বেশি কলঙ্কিত ?
সাফল্য কি সাকুল্যে আসবে কখনও
সালাঙ্করা রোজ দেখে কৃষ্ণবর্ণ মেঘ
তবু আশার আলোয় ঘরে ফেরা
হে আসন্ন নির্বাচন,তুমি কি দেখাবে সে পথ?