তুমি আর ছেঁড়োনাকো ফুল(18-03-2018)
রণজিৎ মাইতি
- ---------------
এখানেই রাখা আছে একগুচ্ছ গোলাপি কুসুম
কে যে রেখে গেছে ছিঁড়ে,কোন কাজে লাগে !
জানা নেই তার,হয়ে গেছে অকৃত্রিম পরাগ মিলন
এতো পতঙ্গ চারপাশে উড়ে,শুনি গুঞ্জরণ
মকরন্দের আশায় আশায় অজান্তেই করে যায় এ মহৎ কাজ
পায়ে পারে রেণু,ডানায় ডানায়


কতো সাধ,কতো স্বপ্ন,কতো আশা বুকে
ফল,পরিণত বীজ,প্রাণবন্ত চারা থেকে জন্ম নেবে সবুজ পৃথিবী
চক্রাকারে আবর্তন,বর্তমান অতীত হবে আগামী অধুনা

বলো,কে ছিঁড়েছে একগুচ্ছ গোলাপি কুসুম !
কোন কাজে লাগে এই বৃন্তচ্যুত ফুল ?