উদ্বায়ী (09-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
একটা ঢেউ উঠেছিলো
বুকে আছড়ে পড়ার আগে শান্ত হয়ে গেছে
জলবিম্বে মুগ্ধতার রেশ  


একটা ঝড় উঠেছিলো
শরীরে আঘাত করার আগেই থেমে গেছে
অক্ষত ডালপালা হয়েছে সাবধানী


এই ঢেউ ও ঝড় কি কাঙ্ক্ষিত ?
বুঝতে বুঝতেই কেটে গেছে অনেক সময়


অবকাশে---
বালুকাবেলায় কাটি গভীর আঁচড়
                                              একমনে
চোখ কাঙ্ক্ষিত নিশানায়
কোনটা বাঞ্ছিত কেউ কি তা জানে ?
                 ভাসাভাসা মেঘ আর অস্থির স্মৃতি
যদিও জল জানে আসলে সে নিজেই উদ্বায়ী !!