উ জা নী    চাঁ দ (01-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
চৈ চৈ ডাকলেই চলে আসে হাঁস,
চেয়ে বসে গুগলির মাস ।
বিশুদ্ধ পলি কোথা পাই?


ভাবলেই দুমড়ে মুচড়া যায় স্পেস,
যেখানে যুবতী চাঁদের গায়ে--
আঁকা হয় কলঙ্কের দাগ।
সেখানে বিশুদ্ধ মাংসের স্বাদ মাভৈঃ মাভৈঃ।
রাতচরা পাখি খোঁজে রক্ত মাংস হাড়,
তখন ভুলে যায় শুদ্ধতার কথা ।
নীড়ে ফিরে ভজে রামনাম,
খোঁজে নিষ্কলুষ চাঁদ।


উজানী চাঁদ কাঁদে,
জলে ভাসে বুক,নোনা জল।
তবু গুগলির মাস ভেবে--
হাঁস এসে গিলে ফেলে আস্ত আবিল চাঁদ।