উলটপুরাণ(12-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
আজ সন্ধ্যায় বয়ে গেছে দখিনে হাওয়া
কখনও কখনও প্রত্যাশাও হার মানে পাওয়ার কাছে


যা যা কাঙ্ক্ষিত নয়
অনেক সময় তা-ই সহে নিতে হয় মুখ বুজে
যেমন ভোটের আবহে বহমান রক্তগঙ্গা
যা অসহ দহন চারপাশে


আসুন,আশা-নিরাশার দোলায় মেঘ আঁকি
মেঘ মানে এক আকাশ বৃষ্টি,রিমঝিম শ্রাবণ সন্ধ্যা


কোন পালে কখন যে হাওয়া এসে লাগে !
ময়ূরপঙ্খী মন ফেঁসেছে গেরোবাজের কাছে
আসলে স্বপ্নের এক নাম মৌসুমীবায়ু