উন্মাদ
রণজিৎ মাইতি
-------------
আমাদের পাড়ার তপনকাকু ইট- কাঠ-খড়ে প্রাণ প্রতিষ্ঠা করতেন;
যদিও কেউ তাকে কবি বলতো না!


অবশ্য তা নিয়ে তপনকাকুর কোনো ক্ষোভ ছিলোনা;
বরং তিনি ছেনি হাতুড়ি নিয়ে সারাদিন ঠুকঠুক করতেন--
আর বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতিগুলো ব্রহ্মজ্ঞানে পুজো করতেন।


একদিন তিনি সত্যি সত্যি ব্রহ্মের দেখা পেলেন;
কিন্তু মানুষের দেখা পেলেন না কখনো!


সেই দুঃখও তপনকাকু ভুলতে পেরেছিলেন;
কারণ ছেনি-হাতুড়ির সাথে হেসে ছিলো একটি বদ্ধ উন্মাদ।