উন্নাসিক(01-11-2020)
রণজিৎ মাইতি
-------------
উন্নাসিক হতে গেলে মেনে নিতে হয় দিন-রাত
সাদা-কালো উদয় ও অস্ত।
আকাশে যখন যে রঙ সেটাই আকাশ
হাওয়া যখন যেদিকে বয় গতিপথ তখন সেটাই


প্রত্যুষ আলোক দেখো কতো উন্নাসিক
অন্তিমে যাওয়ার আগেও তাই হাসি মুখে ছড়ায় কিরণ
তবে কেন তুমি ক্ষুদ্র মানব হয়ে কল্পমৃতের খোঁজে দেবতার দরবারে যাও?
তুমিও কি মানবে না ক্ষুধার জগৎ
জ্বালা পোড়া অমোঘ যা কিছু


ঐ দেখো কোজাগরী চাঁদ আসন্ন ভোরের আগে কিভাবে ছড়িয়ে গেলো মেদুর স্নিগ্ধতা
চেয়ে দেখো ধ্রুবতারা কেমন উজ্জ্বল
ঝুলে থাকা পাকা চেরি হারায় কি কখনও ঔজ্জ্বল্য
কিংবা পাকা আম,আপেল,কমলা?


যে সুর চিরন্তনী মেনে নিতে হয়
যেমন ঋতুবদলের সাথে সাথে উষ্ণতা তারতম্য
ফল-মূল,মরসুমি শাক ও সবজী সহ সবকিছু
তেমনই সকালের মতো গোধূলিকেও সহজেই মেনে নেয় উন্নাসিক মন
কারণ মঞ্চাভিনয় শেষে অনিবার্য যবনিকাপাত!