উন্নয়ন  (06-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
টগবগিয়ে ছুটছে দেশে উন্নয়নের ঘোড়া
আমজনতার লাগে না আঁচ এ প্রগতিরও বাড়া
নিন্দুকেরা কু ডেকে যায়
হায় রে হায় হায় রে হায়
কিন্তু নেতা মন্ত্রী হাসি মুখে ছুটছে লাগামছাড়া


দু-টাকার চালের লাইনে দীনদুঃখীর জীবন শেষ
কেমন হাসছে দেখো গণতন্ত্র এই না প্রিয় বাংলাদেশ
তবুও ভোটের লাইনে ভোটার কুল
বোতাম টেপায় করে না ভুল
ভুলভুলাইয়ার দেশে দেখো আ-মরি লজ্জার একশেষ


নামেই এখন সবাই রাজা এই রাজার রাজত্বে
ভোটবসন্ত বিদায় নিলেই সবাই ফিরি দাসত্বে
এই আমাদের মহান দেশ
জনগণের জীবন শেষ
অথচ গণতন্ত্র উজ্জীবিত এদেরই মহত্বে


গালভরা সব শব্দবন্ধ শুনতে লাগে ভালো
সমাজতন্ত্রের সামনে রাখা দু-টাকা চালের কিলো
আমজনতার আমড়া আঁটি
সেরা মাছ ওই চুনোপুঁটি
উন্নয়নের ললিপপ মুখে দেশটা টলোমলো