উর্বশী চাঁদ (05-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
তারারা চলে গেছে আলোর আড়ালে,
দিবালোক।
চাঁদ ঢাকা পড়ে গেছে বাদল মেঘে,
ডাকে গুড়গুড়।
যেমন নববধু ঢাকে লাজবস্ত্রে মুখ,
অবগুন্ঠিত।


ঘোমটায় ঢাকা মুখে গেয়ে ওঠে বৃষ্টির গান ,
সুর মেঘমল্লার।
ভেসে যায় চরাচর সুরের মুর্চ্ছনায়,
নাচে মনময়ূরী।


দামিনীর হাসিতে ভয় সমগ্র আকাশে,
ডাকে কড়্ কড়্।
ঝরে অবিরাম জল ভয় প্লাবনের,
ঝরে টিপ্ টিপ্।


একদিন থেমে যায় সুরের ঝঙ্কার,
আকাশ থমথমে।
উঁকি দেয় দিক জোৎস্নার আলো ,
দিক উঠোনে।


একদিন শরতের আগমনে মেঘ কেটে যায়,
ভাসে অলকমেঘ।
ওই দেখ দেখা যায় শিবের স্হানুতে,
উর্বশী শশী।