উঠোনে ধুলোমাটির খুবই দরকার(22-5-18)
রণজিৎ মাইতি
--------------------
প্লিজ,বাড়ির সামনেটা কংক্রিটের ঢালাই দেবেন না
উঠোনে ধুলোমাটির খুবই দরকার


নুড়ি,ধুলোমাটিও হতে পারে সোনা
সোনার হাতের স্পর্শে----  
খোলামকুচি হয়ে যায় বিনিময়ের মাধ্যম
আর ধুলো---ভাত ডাল ঝোল ঝাল চচ্চড়ি
ঝরা পাতা হয় রোচক মাছ ভাজা  


সময় অনেক কিছু ভুলে যায়
সময় অনেক কিছু অস্বীকার করতে পারে
আসলে এই রান্নাবাটি,এই ধুলো ধুলো খেলা
জীবনের কথা বলে,জীবন চেনায়