উ  ৎ  স  ব  (15-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
বাগানে চারাগাছের যত্ন নিচ্ছি।
বাতাসে পূজো পূজো গন্ধ।

বিসর্জনের গন্ধ ও আসছে,
তাই খুঁটি পুজো ও মঙ্গলাচার একসাথে।
লাল বাজারে গোয়েন্দা বিভাগ সক্রিয়।


গঙ্গার পাড় কি পরিচ্ছন্ন ?
বিষোদ্গার কি ধাপার পরিসরে আঁটবে?


এত আড়ম্বরের মাঝে--
গঙ্গা দিয়ে বয়ে যাবে জল।
গাছের ফুল শুকোবে দেবীর পায়ে।


নবান্নে আলোচালের গন্ধ,
ঝুপড়িতে উল্টোনো হাড়ি।