বিজয়া (19-10-2018)


রণজিৎ মাইতি


----------------------


শিউলি কি ঝরবেনা শরৎ সকালে ?


অথবা পর্ণমোচী বৃক্ষের পাতা বসন্তের আগে ?


উবে যায় রবিকরোজ্জ্বলে---


ঘাসের ডগায় জমা বিন্দু বিন্দু রাতের শিশির !



শরীরে জরা আছে,মানি না মানি---


এ মহাজীবন চিরবসন্তের দেশ !


কালের কুজ্ঝটিকা,অমোঘ শাশ্বত


ফেনিল শুভ্রতায় গেয়ে যায় গান


যেমন শতদ্রুর উচ্ছল ঢেউ ধেয়ে আসে অবিরাম বালুকাবেলায়  


আছড়ে আছড়ে পড়ে আপন খেয়ালে


বুঝে যাই কালচক্র,জৈবচক্র অসীম অনন্ত ।


মেনে নিতে হয় বিমূূূর্ত সময় ও পথ,
যেদিকে শরের তীক্ষ্ম সূূূচি মুখ সেদিকেই দিক নির্দেশ করে।
জানি,তবু ভাবতে বসলেই দু-নয়নে ঝরে বারিধারা !
মেঘের খেয়ালে নিম্নচাপ,নাকি নিম্নচাপ ডেকে আনে পাংশুটে মেঘে ?


আকাশে নীল নেই,আছে অলখমেঘের আনাগোনা


তাই বলে বনানী কি হতে পারে মৃতপ্রায় ?



চিন্তায় সবুজ আছে,আগামীর হাতছানি  


আরও নানা রঙ,বিচিত্র বিচিত্র স্বপ্ন


এটুকুই পুঁজি হাতে,বিজয়াকে সেভাবে দেখি না


করে না বিষাদ গ্রাস,বরং পরদিন থেকে গাই আগমনী গান


যেমন অহর্নিশি শানবাঁধা পুকুরের ঘাটে গ্রাম্য বধুটি---


গুনগুন করে গেয়ে যায় শাড়ি অঙ্গের গান ।