ভিসুভিয়াস
রণজিৎ মাইতি
--------------------
আমাদের রাজা মোটে ভিতু নন, বুকটি তাহার চওড়া;
দেখলে রাজাকে ভয়ে মরে ভুত,মদ্দ-পুরুষ ও দামড়া।
শুনেছি সেকথা রাজারই মুখে বাজারের মাঝখানে;
প্রজা হয়ে করি রাজ-জয়গান স্থানে ও অস্থানে।
বুকটি তাঁহার পাঁচ দশ ছয়,ছত্রিশ নয় মোটে;
মানায়ও বেশ,সুঠাম শরীরে দামি দশ কোটি কোটে!
সুপুরুষ অতি চাপদাড়ি মুখে পরাভব মানে শত্তুর;
বুকের বাতাসে মাথা নত করে ভীরু দুর্বল দস্তুর।


হঠাৎ আজকে এমন কি হলো রাজা কেনো ভয়ে ভীত!
মিনিট কুড়ি আটকেছে গাড়ি তাতে মুখ নিম-তিতো?
ট্রাফিকের জ্যামে আম-আপামর প্রতিদিন হয়রান;
তা বলে কি তারা ভয়ে ভয়ে মরে
রেখে যান ঘরে জান?
পাত্র মিত্র যাঁর চারপাশে সেই রাজা ভয়ে কাবু!
আজ মনে হয় ঝুটা মিথকথা রাজা নয় রাজাবাবু।


রাজা নয় রাজা,মানতে নারাজ সাহসই রাজার হবি;
মিথকথা সব ভেঙে দিতে গিয়ে ছবি মোহে রাজা ছবি!
সূর্যের মতো দীপ্তি চোখেতে,মগজে বাড়বানল;
হৃদয়ে ফুটিছে গরিব কমল,বহিছেও নদীজল।
বদান্য রাজা,কহে হাসি মুখে- 'আমি তো মন্দাকিনী;
ভারত মায়ের দীন সন্তান,নমো নামে রুক্মিণী।"


এসব শুনিয়া ঠোঁটকাটা ফেউ ফোড়ন কাটছে হাওয়ায়;
হাওয়াই দ্বীপে পাঠাও রাজারে করুক গরম বাজার।
কবির মতোন বিনয়ী সাহসী স্বভাবে কাপুরুষ;
বিপ্লবী রুশো বিপ্লব করে,রাজা নয় মোটে রুশ।'
কশেরুকা তাঁর ব্রততীর মতো যেদিকে নাড়াই নড়ে
রাজা বলে,-'ওহে,আমি তো নড়িনি,নড়ছে সে একানড়ে।'
অনড় আমি অটল মাথায়,করে যাই দেশ সেবা;
তোমরা যারা দুর্বল ভাবো,তোমাদেরই চোখে ন্যাবা।
আমার ধাতে নেই প্রদুনোভা সুপারনোভা আছে;
দরকার নেই দূরে তাকানোর তাকাও নিকটে কাছে।


প্রজা কহে রাজা দেখেছি তাকিয়ে সুদূর ও আশপাশ;
যতো দেখি তবু মোহে মশগুল মেটে না মোদের আশ।
মাত্র মিনিট কুড়ি আটকেছে গাড়ি,যদি তাতে বাড়ে লাবডুব!
তবে গন্ধবনিক কি দোষ করলো,মাকালে না ভেবে ধুপ?
যারা জনগণে ভাবে ধূর্ ও মুর্খ ছড়ায় কনক আভা;
আজও পথ পাশে দেখো হয় উদ্গার ভিসুভিয়াসের লাভা!


(10-01-22)