XY' factor(13-07-21)
রণজিৎ মাইতি
------------
একবার এক মহাজ্ঞানী বটগাছকে জিজ্ঞেস করেছিলাম
"আপনি তো শুনি পণ্ডিতসম্রাট,আপনি কি জানেন কতো ধানে হয় কতো চাল?"
মহাপণ্ডিত একবার তীর্যক দৃষ্টিনিক্ষেপ করে তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন- "আমি বিগ ব্যাং থিওরির জনক।"


অবশ্য আমি তাচ্ছিল্য উপেক্ষা করে চলে গেলাম পরের প্রশ্নে;
স্যার কতো ধানে কতো খই হয় যদি বলেন,
কারণ আমাদের সমস্যার মূলে মূলত ওই চাল আর খই।


এবার সুসভ্য পলিস বনষ্পতি একটু নড়েচড়ে বসলেন;
হাসতে হাসতে বললেন--
সবকিছুর মধ্যেই থাকে 'X' ফেক্টর।


আমি দিব্যদৃষ্টিতে দেখলাম --
এখানেও 'xy' ক্রোমোজোমের প্রাধান্য
যারা ভাত খায় কিন্তু ভাতারের(ভূস্বামীর)মূল্য বোঝেনা !