তুমি মরনিকো আজো
বেঁচে আছো কোটি তরুনের অন্তরে
তুমি মরনিকো আজো,
বেঁচে আছো সুর-সঙ্গিতের বন্দরে
তুমি মরনিকো আজো,
বেঁচে আছো রণ-ক্ষেত্রের প্রাঙ্গণে
তুমি মরনিকো আজো,
বেঁচে আছো বিদ্রো-মনের অঙ্গনে।


তুমি বেঁচে আছো আজো,
বিদ্রোহী তরুণের সাজে
তুমি বেঁচে আছো আজো,
তোমারি কবিতার মাঝে
তুমি বেঁচে আছো আজো,
রণ-মুখের কন্ঠতে
তুমি বেঁচে আছো আজো,
বিদ্রোহী মনের মুষ্ঠিতে।


নিয়তি তোমায় নিয়ে গেছে
তোমার কাজকে নয়
কাজ তোমাকে বাঁচিয়ে রেখেছে
এটাই পরিচয়।


২৬/০৪/২০১৫