কেহ বলে শ্যামল বাংলা
আমি বলি রূপসি।
ফুলে-ফলে, শিশীরে, সৌরভে
স্নেহে, মমতায় ঐশর্য্য গৌরবে
তুমি মা মহীয়সী।


কেহ বলে মধুর সুদা
আমি বলি, অমৃত সম তব বাণী ।
গীতে-কবিতে, কাঁদিতে হাসিতে
মানে-অভিমানে, ঝগড়াতে প্রেমেতে
তুমিই মা বাণীর রাণী।


কেহ বলে মাটি নয়, সোনা খাঁটি
আমি বলি উর্বশী ।
নয়ত কেবল ধন্য-ধানে
করেছ ধারণ যৌগ্য সন্তানে
তুমিই মা সকল মায়ের তপস্বী।


ক্ষুদ্র জ্ঞানে, ক্ষীণ মনে
কেমনে করি তব বন্দনা ।
স্বর্ণগর্ভা তুমি মাগো
এইত বড় শান্তনা।