তোমার ডাগর ডাগর সাগর চোখে
আটকে গেছি।
তোমার দু’ষ্ট ঠোঁটের মিষ্টি মুখে
থমকে গেছি।
তোমার ঘন কালো কেশের ফাঁকে
ফসকে গেছি।
আমি আটকে গেছি, থমকে গেছি , ফসকে গেছি।


আঁকা-বাঁকা ঢেউয়ের খেলা শরীর বাঁকে
হাজার কোকিল করছে চিৎকার
ফাঁকে ফাঁকে
আমি আটকে গেছি।


কথার মাঝে ভেংচি কাটা, রঙ্গিন মুখে
প্রেম আকাশে উড়ছে ভ্রমর, ঝাকে ঝাকে
কথার মাঝেই অর্ধেক কথায়
থমেক গেছি।


আড়ে আড়ে তাকাও যখন, চলার ফাঁকে
মনের সাথে মনের কথা
চোখে চোখে;
ফসকে গেছি।


আমি আটকে গেছি, থমকে গেছি , ফসকে গেছি।