তোমার আল্লাহ মহান
আমি ডাকি ভগবান ।
তোমার যিনি খুদা
তিনিই আমার প্রাণসুদা ।
তোমার ঈশ্বর
আমার কৃষ্ঞ প্রাণেরশ্বর ।
তোমার গড মহতি
তিনিই আমার জগৎপতি।
একই জনের সন্তন সবাই
দ্বন্দ কেন ভাই?
সন্তানে সন্তানে দ্বন্ধ
পিতা পাবে আনন্দ?
সন্তানকে দিয়ে কষ্ট
পিতাকে করব তুষ্ট?
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
প্রেমের নৌকায় পাল লাগাই ।
লাগে ভাল যার যে ভাবে
ডাকুক না ভাই সে সেভাবে ।
আমি যদি পাই তাঁকে কাঁদিতে কাঁদিতে
তুমি না হয় পেলে ভাই হাসিতে হাসিতে ।
দ্বন্দ-বিবাদ ভুলে সবাই পারি না কি থাকিতে
প্রেমেতে প্রেমেতে, খুশিতে হাঁসিতে?