রামু-তে মানবতা হেসেছিল
হেসেছিল নাসির নগরেও
সে কি দম ফাটানো হাসি! থামতেই চায়না!
বিচারের বাণীও প্রকাশ্যে আনন্দ অশ্রু ছেড়েছে, টপ টপ করে।
এত খুশি সহ্য করতে না পেরে
রংপুরের গঙ্গাছড়া-তেও মানবতা হেসে উঠল, খিল খিল করে !
মানবতার নানা-নানি, দাদা-দাদি সবাই হু হু করে হাসুক
সুরে সুরে হাসুক, নক্ষত্রের মত হাসুক
আহা! কি আনন্দ! মানবতার গ্র্যান্ড মাদার-গ্র্যান্ড ফাদার হাসে
বাংলার আকাশে-বাতাসে !
আসুন ! আমরাও হাসি। কাতুকুতু ছাড়াই হাসি!