বাবা-মা আছে
ভালবাসা নেই ।
জীবন আছে, জীবনে সং আছে
ঢং দেখানোর রং আছে
মর্যাদা নেই।
ঘর নেই, সংসার নেই
মন আছে, সন্তান নেই ।
ধর্ম আছে, কর্ম করার শক্তি আছে
কর্ম নেই, লিঙ্গের স্বীকৃতি নেই।
ঘৃণা করার লোক আছে
ভালবাসার কেউ নেই ।
এত নেইয়ের জন্য কষ্ট, যন্ত্রণার রোদন আছে
শুনার কেউ নেই।
ওরাও মানুষ, কেন বুঝ না?
তোমরা তামশা দেখ
ভেতর দেখ না!