নরবলি হতো দেবতা বা সৃস্টিকর্তাকে তুষ্ট করিতে
এখনও নরবলি হয়, ধর্মকে হেফাজতে রাখিতে
আবাল-বৃদ্ধ-বনিতা  নয় কেহ তফাতে
বোমা ফাটিয়ে।


সতি দাহ হতো
এখন সতিচ্ছেদ হয়, সারা জীবন দহন করিতে
চলন্ত বাসে, গাড়িতে, হোটেল রেস্তোরায় দাওয়াতে
ভিডিও ক্যামেরা টাটিয়ে।


মানুষ তুমি সভ্য হয়েছ বেশ-ভুশায়, মিথ্যে ঐশ্বর্যে
বাচনে হয়েছ বাচাল, আসলে মাকাল, কার্যে
মানুষ হয়েছ কতটুকু? ফিরে দেখো একবার
নিজের দিকে তাকিয়ে।