সোনালী যৌবন
কেবলই কি রমনীর কপালে চুম্বন?
নেশার রাজ্যে ঝিম ধরে থাকা, রঙ্গীন - অলীক স্বপন?
ঘুনে ধরা সমাজে বেকাত্বের দহন?
তোষামোদকারী ? সাম্রাজ্যবাদের পদ লেহন?


সোনালী যৌবন
বাঁধ না মানা, অভিশাপের মোচন
খরগ হস্তে ন্যায়ের প্রতীক, অন্যায়ের দমন
সাম্প্রদায়িতকতার বিষবৃক্ষ উৎপাটন।
নিপীড়িতের আশ্রয়, অসহায়ের স্বজন।


সোনালী যৌবন
সোনালী দিনের আগমন
সভ্যতার উত্তরণ, অন্ধকার দূরীকরণ ।
কখনও রণে, বীরবেশে
কখনও স্নেহ, ভালবাসার সিক্ত স্পর্শে
রঙ্গীন প্রভাতের জাগরণ ।