দেখা হবে আবার, হতেই হবে, কোন একদিন।
বেজে চলেছে নিরবধি আকাঙ্খা, হাহাকারের বীন।
চৈত্রের খররোদ্রে দুর্বা ঘাস যেমন হলদে হতে হতে
একসময় ক্ষয়ে যায়, মাটির সাথে মিয়ে যায়,
কোনরকম প্রাণে বেঁচে থাকে বৃষ্টির অপেক্ষায়
আবার সবুজ হবে বলে, গাঢ় সবুজ, বাতাসে দোল খাবে
আমিও তোমার স্পর্শে সবুজ হব, দোল খাব সেদিন
দেখা হবে আবার, হতেই হবে, কোন একদিন।