দু’টি প্রেমের কথা কও, ভালবাসার কথা কও
মানবতার গান গাও, হিংসার কথা কেন কও?
দর্শনে ভিন্নপথ, ভিন্নমতে গাত্রদাহ কেন হয়?
হত্যার নেশায় উম্মাদ কেন তোমার চিত্তময়?
পশুত্ত্ব কেন নিত্যকরে তোমার হৃদয়ময়?
তুমি শিখাবে ধর্মকর্ম এ জগত সংসারে !
সাপের চুম্বনেও বিষ থাকে, অমৃত নাইরে।
মনের ভেতর ললিত পশুকে ধ্বংস কর আগে
তখন না হয় ধর্ম শিখাও, গভীর আবেগে।