পিয়াসি নয়ন, খুঁজে সর্বক্ষণ
আকাশে বাতাসে, বৃক্ষে অন্তরিক্ষে
কোথায় বিচরণ?
কেন পায় না নয়ন
করতে অবলোকন
মধুর চাঁদবদন?
মাঝে মাঝে কেন পায় হৃদয় ?
কেন পায় না সর্বক্ষণ ?
মৃত্যুর পর? তা তো অনেক ক্ষণ?
লোভি নয়ন, অবাধ্য মন
জানে কঠিন, তবুও খোঁজে যখন-তখন।