রাজ হস্ত ছিল ব্যস্ত
কাঙ্গালের ধন করতে আতস্ত ।
লুন্ঠিত ধনে সঞ্চিত ভান্ডার
গজালো শিখর, করিল চিৎকার
বিধিল কর্ণে, লজ্জ্বিত বিশ্ব সংসার।
রক্ষক হয়ে করিল ভক্ষন
আবারও কেন রক্ষক সাজার নিলর্জ ক্রন্দন ?
শেওরা হয়েও সেজেছিলে চন্দন
কু-কর্মের প্রকাশ বিলম্বিত হলেও চিরন্তন ।
ধৌত কর হৃদয়, ক্ষমা ভিক্ষা কর, ধরে কাঙ্গালের চরণ
পেলে পেতেও পার ক্ষমা, তবে রাখিও স্মরণ
লভিতে সুগোগ, সাজিতে রাজা
হয়ো না ব্যস্ত, কাঙ্গালের ধন করিতে আবার হরণ!
কাঙ্গালের ধনে শিখর গজায়, ঘটায় মরণ।