এ কোন বিদ্যারে ভাই,
কান চেপেও শান্তি নেই!
দুম দারাক্কা আওয়াজে
কথা শুনার উপায় কোই?


মাইক বাজায় উচ্চ স্বরে,
হৃৎপিন্ড কাঁপে জোরে!
কানের ভিতর ফরফোরানি
পর্দাটা কানের যায় ফেঁড়ে।


পাহাড় প্রমান বক্সের সারি,
শব্দ বেরোয় লাগাম ছাড়ি!
তার সন্মুখে দেখি অষ্টাদশী
নাচন কুন্দন করছে ভারি।


ভীষন হয় মন্দ শব্দ অতি,
যদি থাকে তাতে মনমতি;
মস্তকের নার্ভ শুকিয়ে যাবে
হারিয়ে যাবে জীবন জ্যোতি।


মনের কথা বলি বা কারে?
পাগল বলে প্রমান করে!
প্রতিবাদী হয়ে লাভ কি হবে
উল্টো দোষ পড়বে ঘাড়ে।
             -------- রঞ্জন গিরি।