এ কোন দেশের রাজারে বাবা!
রাজা করেন প্রজার সেবা।
প্রজা দেখান রাজায় মেজাজ,
ভয়ে রাজা সব করেন কাজ।
না খেয়ে রাজা প্রজায় খাওয়ান,
সর্বশেষে রাজা প্রজার এঁটো খান।
বসেন না রাজা তাঁর সিংহাসনে,
প্রজায় পূজে রাজা ঈশ্বর জ্ঞানে।
রাজা কে না চেনা যায় এই দেশে,
কারণ রাজা থাকেন প্রজার বেশে।
হেথা রাজার কোন নেই গাড়ি বাড়ি,
রাজা মাইনে নেয় না কানা কড়ি।
রাজা পায়ে হেঁটে দেশ ভ্রমণ করেন,
সকল ধর্মেকে তিঁনি শ্রদ্ধা করেন।
এ কেমন হয় এই রাজার ধরন!
সব জাতিকে হৃদয়ে করেন ধারণ।
দূর! এ কেমন দেশের রাজারে ভাই
ভোট করায় এমন তাঁর দাঙ্গা নেই।
হেথা হুমকি না পড়ে ভোটের রাতে,
পাহারায় না নিয়ে যায় ভোট দিতে।
নয় রাজা সেতো ভালো কারবারি,
ঘুষ না নিয়ে সে সবে দেয় চাকরী।
না বাবা! আমরা সবে ভালো আছি,
ওই মহৎ রাজা নেই মোদের কাছাকছি।
                   -------- রঞ্জন গিরি।