পথের ঠিকানা পথই জানে,
                        আমরা ভ্রমি শুধু অজ্ঞানে।
যেদিন পাব তার অন্ত, খুঁজে সব বৃত্তান্ত,
                   সেদিন রবোনা কেউ সজ্ঞানে।
আমরা ভ্রমি শুধু অজ্ঞানে. . . . . . . . . . . !


পদচারণ! করি পথের কারন,
                              হয় না কভু তার শেষ;
স্বপ্নের পথ! থাকে সদা সতত,
                           কভু না থামে তার রেশ।
পথে কেউ সফল, কেউ বা বিফল
         তবুও বেরিয়ে পড়ি পথের সন্ধানে।।
আমরা ভ্রমি শুধু অজ্ঞানে. . . . . . . . . . . . !


পথ বান্ধব! ওই পথে থাকেন  সব,
                           একই পথে করেন তাড়া;
সেই অনন্তর! ভালোবাসা নিরন্তর ,
                            সব অন্তিমে পায় সাড়া।
চলমান পথ, যদিও হয় তা শ্লাথ
                    তবু এই জীবন ভরে প্রজ্ঞানে।।
আমরা ভ্রমি শুধু অজ্ঞানে. . . . . . . . . . . . !
                     -------------- রঞ্জন গিরি।