যে অবাধ ভালোবাসা দিয়েছ তোমরা
          নিয়েছি আমি শির পেতে,
যে টুকু ভালোবাসা দিয়েছি তোমাদের
           না ভুলিও আমি ফিরে যেতে।


যে অধিক মমতায় বুকে লয়েছ মোরে
          সে তো কভু নাই ভুলিবারে,
আমি হৃদয় কমলে রেখেছি তোমাদের
         কভু না দিও তারে দূর করে।
অহর্নিশি আমি তোমাদেরই তো আছি
         তোমাদেরই ভালোবাসা পেতে,
যে টুকু ভালোবাসা ------------  ফিরে যেতে।


যে দীপ জ্বেলে তোমরা দেখিয়েছ পথ
      সে দীপ জ্বেলো মোর সমাধি পরে,
সেথায় যেন চন্দন আর ধূপ জ্বলে দিও
       তাতে সুখ যেন পাই পরপারে।
আমার তাতে যা কিছু অহং মাটি হয়ে যাবে
      বিনয়ী স্মৃতি রহিবে তোমাদের সাথে,
যে টুকু ভালোবাসা ------------ ফিরে যেতে।


তোমরা যে হাঁসি দিয়ে মোরে করেছ আপন
       বিদায় বেলা তোমরা সে হাঁসি হেঁসো,
মোর বেদনায় যে আঁখি ভরে ছিলে জ্বলে
         সে জল নাহি কভু নিয়ে এসো।
তোমরা ঘৃণা অপমান নাই কর মোরে
         ভরে না দিও কলঙ্কের কালিমাতে,
যে টুকু ভালোবাসা ----------- ফিরে যেতে।
                        ---------  রঞ্জন গিরি।