হাড্ডাহাড্ডি আড্ডা ছাড়া
বাঙ্গলীর না জমে মজা,
হুড্ড হুড্ডি কথার চাল
কখনো মন্ত্রী কখনো রাজা।
কথায় কথায় দিন ফুরায়
চলে আসে কখন রাত!
হুঁশ নেই,শেষ না হয় আড্ডা
না হয় কেউ কুপোকাত।
কুমেরু থেকে সুমেরু
সূর্য্য থেকে সৌরজগত,
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ
চলে গড়িয়ে আড্ডার রথ।
মনের অশান্তি,নানা বিভ্রান্তি
কেবলই আড্ডায় হয় দূর,
নিন্দুক লোকে ,সেলাম তাঁকে
মশগুলে থাকি ভরপুর।
পেয়ালার চা ফুরোতে না ফুরোতে
পাশে বেয়ারা এসে হাজির,
মনের পেয়ালাও না হয় খালি
শুধু পকেট হয় চৌচির।
আড্ডা মাস্তি স্বস্তি বড়
মনতো যায় ভরে,
বিষয় ভিন্ন তর্কে মগ্ন
হৃদয়টা খালি ধরে।
সকাল সাঁঝে কাজের ফাঁকে
আড্ডা মেরে থাকি,
হয় বরবাদ সময়ের কাজ
আড্ডায় না দেই ফাঁকি।
           ------- রঞ্জন গিরি।