রাজনীতির রাবড়ি খেয়ে
  জোস পাচ্ছি প্রাণে,
শুয়ে বসে স্বাধীন আছি
      বিনা উপার্জনে।


দু'টাকার চাল দিচ্ছে রাজা
       খাচ্ছি ভরে পেট,
অলস ভাবে আরামে থাকতে
    আবাস দিয়েছে ভেট।


জগন্নাথের জমি গুলো সব
    রেখেছি পতিত করে,
উৎপাদনহীনে দেশ উবে যাক
     আমরা যাবনা মরে।


লাভের লোভে নেংটি হয়ে
      থাকবো চিরকাল,
দান দিয়ে দীন হোক না দেশ
      আমরা মালামাল।


ফায়দা লুটতে ফন্দি ফিকির
       নেতা ঘোরে নগর,
কেঁদে কেটে কাগজ ভরায়
       বড়ো বড়ো খবর।


চাঁদা দিয়ে যত চান্দু পোষে
        কিনে টাকায় ধর্ম,
মিথ্যে বাক্য ব্যয়ে বাঁচে রাজা
       বোকায় করে বর্ম।


একদিন দান খয়রাত দানব হবে
          নেংটা হবে দেশ,
আমরা সেদিন থাকবোনা আর
        আগামী হবে শেষ!
               -------- রঞ্জন গিরি।