আগড়া মানুষ তাগড়া হয়
ঝগড়া করে খুশি,
বোঝন কম ওজন কথায়
সাজন তার বেশি।


বিভাস সুরে বেফাঁস কথন
ধপাস করে পড়ে,
খরাজ বিনা স্বরাজ পতন
মেজাজ দেহ জুড়ে।


অপাঠ্য লেখা অকাট্য বচন
সুপাঠক সেই নিজে,
বেটাল শরীর বেতাল জীবন
ভেজালে থাকে ভিজে।
               -------- রঞ্জন গিরি।