আঁধার ঘোচাও কখন তুমি
                      প্রদীপ হয়ে জ্বলে,
কখন আবার ছাই করে দাও
                        তোমারি দাবানলে।


তোমার সহায় পেয়ে কেহ
                         খায় চিকেন টিক্কা,
আলু পোড়া খেয়ে কেহ
                          শ্রমে দেয় টেক্কা।


মদের ভাঁটি হয়ে তুমি
                    মাতালের বাঁচাও মান,
ক্ষীরের পায়েস বানাও তুমি
                     মোরা ঈশ্বরে করি দান।


ম্যাটের ধোঁয়ায় মশার থেকে
                              কর তুমি রক্ষা,
সিগারেট,বিড়ি ড্রাগের দ্বারা
                             বয়ে আন যক্ষা।


তোমার দ্বারা ইট বানিয়ে
                         কেহ সুখে করে বাস,
তোমর দ্বারা ঘর পুড়িয়ে
                          কেউ করে সর্বনাশ।


শীত তাড়াতে শীতের দেশে
                               দেহে পাও স্থান,
ফুটিয়ে জল আরাম দিয়ে
                              বৃদ্ধে করাও স্নান।


পঞ্চপ্রদীপ,ধূপের ধোঁয়ায়
                               দেবে করাও তুষ্ট,
গৃহস্থের আলো হয়ে তুমি
                                চোরকে দাও কষ্ট।


সাক্ষী হয়ে বিবাহ যজ্ঞে
                           আত্মার জোড়া দাও,
ব্যোম হয়ে তুমি বন্ধু মেরে
                         বিচ্ছেদে কি সুখ পাও।


তোমার পরশে রকেট হয়ে
                                 মানুষ যায় চাঁদে,
ধংস কর তুমি ক্ষেপণাস্ত্রে
                              প্রিয়জনেরা কাঁদে।


তুমি তোমার কর্ম কর
                       কে দেবে তোমায় বাধা,
ভালো আছো পুরো তুমি
                            আমরা আছি আধা।
                    ---------  রঞ্জন গিরি।