গরবে গর্জে উঠিস রে মন
পা পড়েনা পৃথ্বীর বুকে,
মরনের মালিক ঘুরছে পিছে
গোর, গোবর্ধন, শ্মশানে ডাকে।


রূপ নিয়ে রতিতে রাঙাস মন
তনুশ্রীর তরজা তিমিরে শেষ,
পুড়বে, পচবে,পাখিতে খাবে
জৌলুস জ্বলে মন হবে ঘেঁষ।


ব্রাহ্মণ ব্রহ্ম বলিস নিজেকে
জাত নাকি তোর জগৎ সেরা,
কুলীন বলে যারে করলি ঘৃনা
তাঁরই রক্তে বাঁচে তোর ধরা।


মহাবিদ্যালয়ের মাঠ হলি পার
ডিগ্রীর অহংকার গলে ঝুলে,
মনুষ্যত্বের বিচারে মূর্খ মনীষী
বিদ্যধারীর বৈষম্যে বিভেদ চলে।


দক্ষিণ হস্তের দৌলত দম্ভ তোর
ধন কুবের ধরা ধ্বংসকারী,
এক ফোঁড়াতেই অক্কা অনাথ
তুই ভূমিহীনে ভূধর ভিখারী।
                    ------- রঞ্জন গিরি।